Featured
ডকুমেন্ট, কাগজ পত্র হারিয়ে গেলে তার জন্য সাধারণ ডায়েরী করার নিয়ম।
ডকুমেন্ট, জরুরী কাগজ পত্র হারিয়ে গেলে তার জন্য সাধারণ ডায়েরী , নিচে দেওয়া ফরমেট টির খালি ঘরটি আপনার ডকুমেন্ট অনুযায়ী পূরণ করে নিবেন।
বরাবর,
অফিসার ইনচার্জ
................. থানা
.................. জেলা।
বিষয় : সাধারণ
ডায়েরী করার আবেদন প্রসঙ্গে।
জনাব,
আমি নিম্নস্বাক্ষরকারী (আপনার নাম) (আপনার বয়স), পিতা:............, মাতা : ................, জাতীয় পরিচয় পত্র নং : ১৪৪৮৫০০১........... ,ঠিকানা(স্থায়ী)
--, গ্রাম - ................, ইউনিয়ন/ওয়ার্ড -............., থানা -.............., জেলা -............... ও
ঠিকানা(বর্তমান)-........... সাকিনস্থ, জামসাইট, বনগ্রাম, কটিয়াদি, কিশোরগঞ্জ, ঢাকা ,
মোবাইল নং -............।
আমি .............. মিয়া , পিতা: .............., গ্রাম: ............., ডাকঘর: জামষাইট-..........., উপজেলা: ..............,
জেলা:.............। আমি এই মর্মে জানাচ্ছি যে, গত ২৫/০৮/২০২৫ইং তারিখে আমার নিজ বাড়ি
হইতে .............. বাজারে যানবাহনে করে আসার পথে নিজের অজান্তে খারিজের কাগজের মূল
কপিটি হারিয়ে গেছে, অনেক খুজাঁখুজি করে পাওয়া যায়নি, খুজাঁখুজি অব্যহত আছে।
খারিজের কাগজটির বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো: মৌজা : উত্তর খান। জেলা : ........ উপজেলা/থানা : .......... হোল্ডিং নম্বর: ............./এ খতিয়ান নাম্বার : ......... জমির
দাগ নম্বর: ........... জমির পরিমাণ: .৫ একর মালিকের নাম: ......... মিয়া। অনেক
খোঁজাখুঁজির পরেও আমি কাগজটি খুঁজে পাইনি। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের
জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত
বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করিতে জনাবের মর্জি হয়।
বিনীত
আপনার নাম
মোবাইল-
Popular Posts
অপরিচিত ও অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য। থানায় সাধারণ ডায়েরী করে রাখতে পারেন।
- Get link
- X
- Other Apps
বিকাশ, নগদ, ও মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ভুলে টাকা চলে যায়। টাকা উদ্ধার করার পদ্ধতি।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment