Featured
- Get link
- X
- Other Apps
বিকাশ, নগদ, ও মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ভুলে টাকা চলে যায়। টাকা উদ্ধার করার পদ্ধতি।
বিকাশ, নগদ, ও মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ভুলে টাকা চলে যায়। টাকা উদ্ধার করার পদ্ধতি। প্রথমে বিকাশ হেল্প লাইনে কল করে অভিযোগ দায়ের করবেন। সাথে সাথে বিকাশ/নগদ অফিস ঐ ভুল নাম্বারে টাকা চলে যাওয়া নাম্বার চাইবে সাথে সাথে নাম্বার দিয়ে দিবেন। আর আপনাকে একটি অভিযোগ নাম্বার দিবে। ঐ নাম্বার টি সংগ্রহ করে। আপনার থানায় সাধারণ ডায়েরী করবেন। নিচে একটি ফরমেট দেওয়া হল : যা আপনার কাজকে আরও সহজ করে দিবে।
বরাবর,
অফিসার ইনচার্জ
----------- থানা
------------ জেলা।
জনাব,
আমি নিম্নস্বাক্ষরকারী (আপনার নাম) (বয়স), পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয় পত্র নং : ----------- ,ঠিকানা(স্থায়ী) - গ্রাম ---- , থানা ------, জেলা ---- ও ঠিকানা(বর্তমান)---- সাকিনস্থ,------------ , মোবাইল নং -------------।
জনাব, যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি (আপনার নাম), পিতার নাম(), মাতার নাম- ---, সাং- ----- , ডাকঘর- -----, উপজেলা- ---, জেলা------, জাতীয় পরিচয় পত্র নং- -------, জন্ম তারিখ- -/-/-। আপনার থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরী করার আবেদন করিতেছি যে, গত ১৪/০৯/২০২৫ ইং তারিখে সকাল ১১:০৩ ঘটিকার সময় আমার নিজ বাড়ি সাং- ---------, ইউনিয়ন- -----, থানা- -----, জেলা- ------ অবস্থানকালে জরুরী প্রয়োজনে আমার আত্মীয়র নিকট আমার পার্সোনাল বিকাশ একাউন্ট নাম্বার ০১৭৯৭----- নাম্বার থেকে ৩০৫০০/- (ত্রিশ হাজার পাঁচশত) টাকা ভুল বসত নাম্বার চেঞ্জ হয়ে ০১৭২৪------ নাম্বারে চলে যায়, যা ০১৮৬৭----- নাম্বারে যাওয়ার কথা ছিলো, ট্রানজেকশান আইডি- CIE266L3--। পরে আমি উক্ত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করিলে উক্ত নাম্বারটি বন্ধ পাই, বিকাশ হেল্প লাইনে কল দিয়ে অভিযোগ করি এবং বিকাশ আমার অভিযোগটি গ্রহণ করিয়া আমাকে একটি অভিযোগ নাম্বার দেয় অভিযোগ নং- -----। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করিতে জনাবের মর্জি হয়।
বিনীত
আপনার নাম
মোবাইল-
- Get link
- X
- Other Apps
Popular Posts
অপরিচিত ও অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য। থানায় সাধারণ ডায়েরী করে রাখতে পারেন।
- Get link
- X
- Other Apps
অ্যাফিলিয়েট মার্কেটিং Affiliate Marketing প্রোগ্রাম।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment