Skip to main content

Featured

অ্যাফিলিয়েট মার্কেটিং Affiliate Marketing প্রোগ্রাম।

অ্যাফিলিয়েট মার্কেটিং Affiliate Marketing করার নিয়ম ঃ   Alibaba বা Daraz Affiliate Marketing দিয়ে একটি Blogger ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে ইনকাম করবেন ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। নিচের ধাপ গুলো অনুসরণ করেন আপনি ও পারবেন। ধাপে ধাপে পদ্ধতি ঃদ ১. অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইনআপ করুন Daraz Affiliate : Daraz Affiliate Program-এ গিয়ে অ্যাকাউন্ট খুলুন। Alibaba Affiliate : Alibaba/AliExpress Affiliate Program-এ সাইনআপ করুন। 👉 অনুমোদন পেলে আপনি Affiliate Dashboard থেকে বিশেষ ট্র্যাকিং লিঙ্ক (Affiliate Link) পাবেন। ২. একটি Blogger ওয়েবসাইট তৈরি করুন Blogger.com এ গিয়ে একটি ফ্রি ওয়েবসাইট খুলুন। একটি নিশ (Niche) ঠিক করুন, যেমন— মোবাইল ও গ্যাজেট রিভিউ ফ্যাশন ও লাইফস্টাইল কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স অনলাইন শপিং টিপস ওয়েবসাইটে সুন্দর থিম সেট করুন, যেন পেশাদার লাগে। ৩. কনটেন্ট লিখুন (SEO ফ্রেন্ডলি আর্টিকেল) প্রতিটি আর্টিকেলে Daraz বা Alibaba এর অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করুন। আর্টিকেল আইডিয়া: “বাংলাদেশে সেরা ৫টি মোবাইল ফোন ২০২৫” “Daraz থেকে কিভাবে সা...

অজ্ঞাত ফোন নম্বর থেকে লটারী জেতা ও প্রতারণার হতে, যে কোন থানায় সাধারণ ডায়েরী করার নিয়ম।

 বিষয় ঃ অজ্ঞাত ফোন নম্বর থেকে লটারী জেতা।

জনাব,

এই মর্মে জানাইতেছি যে, ইং .............. তারিখ সময় অনুমান............. ঘটিকায়.............................. নামক স্থানে আমার বাসায়/ অফিসে/ব্যবসা প্রতিষ্ঠান/ কর্মস্থলে অবস্থান কালীন সময় আমার মোবাইল নং-.......................... তে অজ্ঞাতনামা/ .................. পরিচয়ধারী .................. নাম্বারের মোবাইল হইতে আমাকে কল দিয়ে নিজেকে ................ পরিচয় দিয়া আমাকে বলে যে, ........................ আমি .......... নামক প্রতিষ্ঠান/কোম্পানী/দাতাসংস্থা/প্রতিযোগিতমুলক আয়োজক কর্তৃপক্ষের নিকট হইতে লটারীর মাধ্যমে পুরস্কার জিতেছি। আমি তাহাদের নিকট হইতে নগদ টাকা/গাড়ী/মালামাল/ভিসা বাবদ ......... পাইবো। উক্ত পুরস্কার গ্রহনের নিমিত্তে তাহাদের নিয়ম মতে ভ্যাট/লাইসেন্স/কমিশন/আনুসাঙ্গীক খরচ বাবদ আমাকে.................... টাকা পরিশোধ অথবা .............. করিতে হইবে। উক্ত ব্যক্তি আমাকে ফোন দিয়ে আমার কিছু ব্যক্তিগত তথ্য উপাত্ত বলে, যাহা কাকতালীয়ভাবে আমার মধ্যে বিদ্যমান থাকায় আমি তাহার কথায় বিশ্বাস স্থাপন করিয়া তাহার প্রদত্ত বিকাশ নম্বর/............... মাধ্যমে ......................./- প্রদান করার পরে উক্ত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আমি বহু চেষ্ট করে তাহার সহিত(কথিত লাটারীর পুরস্কার জেতার সংবাদাদাতার) যোগাযোগ করিতে ব্যর্থ হইয়া পরিবার/ সহকর্মীদের জানানোর পরে আমি বুঝিতে পারি যে, আমি কথিত লাটারীর পুরস্কার জেতার সংবাদাদাতার কর্তৃক প্রতারিত হইয়াছি। উক্ত বিবাদীর খোজাখুজি কাজে ব্যস্ত থাকায় বিষয়টি থানায় অবহিত করিতে বিলম্ব হইল। উল্লেখ্য যে, এই বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাদত বিষয়টি সাধারাণ ডাইরীভূক্ত করিয়া রাখা প্রয়োজন। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে/ প্রয়োজন সাপেক্ষে মামলা করার জন্য পুনরায় মামলা করার জন্য আবেদন করা হবে। 


Comments