Featured
- Get link
- X
- Other Apps
অজ্ঞাত ফোন নম্বর থেকে লটারী জেতা ও প্রতারণার হতে, যে কোন থানায় সাধারণ ডায়েরী করার নিয়ম।
বিষয় ঃ অজ্ঞাত ফোন নম্বর থেকে লটারী জেতা।
জনাব,
এই মর্মে জানাইতেছি যে, ইং .............. তারিখ সময় অনুমান............. ঘটিকায়.............................. নামক স্থানে আমার বাসায়/ অফিসে/ব্যবসা প্রতিষ্ঠান/ কর্মস্থলে অবস্থান কালীন সময় আমার মোবাইল নং-.......................... তে অজ্ঞাতনামা/ .................. পরিচয়ধারী .................. নাম্বারের মোবাইল হইতে আমাকে কল দিয়ে নিজেকে ................ পরিচয় দিয়া আমাকে বলে যে, ........................ আমি .......... নামক প্রতিষ্ঠান/কোম্পানী/দাতাসংস্থা/প্রতিযোগিতমুলক আয়োজক কর্তৃপক্ষের নিকট হইতে লটারীর মাধ্যমে পুরস্কার জিতেছি। আমি তাহাদের নিকট হইতে নগদ টাকা/গাড়ী/মালামাল/ভিসা বাবদ ......... পাইবো। উক্ত পুরস্কার গ্রহনের নিমিত্তে তাহাদের নিয়ম মতে ভ্যাট/লাইসেন্স/কমিশন/আনুসাঙ্গীক খরচ বাবদ আমাকে.................... টাকা পরিশোধ অথবা .............. করিতে হইবে। উক্ত ব্যক্তি আমাকে ফোন দিয়ে আমার কিছু ব্যক্তিগত তথ্য উপাত্ত বলে, যাহা কাকতালীয়ভাবে আমার মধ্যে বিদ্যমান থাকায় আমি তাহার কথায় বিশ্বাস স্থাপন করিয়া তাহার প্রদত্ত বিকাশ নম্বর/............... মাধ্যমে ......................./- প্রদান করার পরে উক্ত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আমি বহু চেষ্ট করে তাহার সহিত(কথিত লাটারীর পুরস্কার জেতার সংবাদাদাতার) যোগাযোগ করিতে ব্যর্থ হইয়া পরিবার/ সহকর্মীদের জানানোর পরে আমি বুঝিতে পারি যে, আমি কথিত লাটারীর পুরস্কার জেতার সংবাদাদাতার কর্তৃক প্রতারিত হইয়াছি। উক্ত বিবাদীর খোজাখুজি কাজে ব্যস্ত থাকায় বিষয়টি থানায় অবহিত করিতে বিলম্ব হইল। উল্লেখ্য যে, এই বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাদত বিষয়টি সাধারাণ ডাইরীভূক্ত করিয়া রাখা প্রয়োজন। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে/ প্রয়োজন সাপেক্ষে মামলা করার জন্য পুনরায় মামলা করার জন্য আবেদন করা হবে।
- Get link
- X
- Other Apps
Popular Posts
অপরিচিত ও অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য। থানায় সাধারণ ডায়েরী করে রাখতে পারেন।
- Get link
- X
- Other Apps
বিকাশ, নগদ, ও মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ভুলে টাকা চলে যায়। টাকা উদ্ধার করার পদ্ধতি।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment